March 15, 2025, 5:03 am
আবুহেনা স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে
উপজেলা প্রশাসন কর্তৃক ২৫ মার্চ গনহত্যা ও ২৬ মার্চ মহান
স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা
হয়েছে। বৃহস্পতিবার ১৩ মার্চ সকালে উপজেলা নির্বাহী অফিসার
কামাল হোসেন এর সভাপতিত্বে এ সভা হয়। সভায় ইউপি চেয়ারম্যান
খবিরুল ইসলাম, এসএম মঞ্জুরুল আলম, সম্রাট হোসেন, আফজাল
হোসেন, ওসি সাহাবুদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল
রানা, প্রাণি সম্পদ অফিসার আবু আনাচ, উপজেলা বিএনপির সাধারন
সম্পাদক তসলিম উদ্দিন, আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার
সরকার, উপজেলা প্রেস ক্লাব সভাপতি সরদার মাহমুদ উত্তাল প্রমুখ বক্তব্য
দেন। প্রস্তুতি সভা শেষে এদিন উপজেলা আইন-শৃঙ্খলা, সন্ত্রাস ও
নাসকতা সভা হয়। সভায় বক্তাগণ১৪ও ২৬ মার্চ ও যথাযথ মর্যাদায় উদযাপন,
উপজেলার আইন-শৃঙ্খলা পরিবেশ ভালো রাখতে কাজ করায় প্রশাসনকে
ধন্যবাদ জানান। সেইসাথে আসন্ন ঈদকে ঘিরে কেহ যেনো
অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সেবিষয়ে সজাগ দৃষ্টি
রাখতে অনুরোধ জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন,
তিনি এ উপজেলায় যোগদানের পর থেকে তাঁর কাজে সর্বশ্রেণি
পেশার মানুষ সহায়তা করছেন। এ ভাবে সহায়তা পেলে উপজেলার মানুষদের
সেবা দিতে এবং আইন-শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে সহজ হবে বলে
তিনি অভিমত ব্যক্ত করেন।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com