March 15, 2025, 3:50 am
রানীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার
রাউত নগর মধ্যপাড়া কুলিক নদীতে খেলতে গিয়ে রহমত উল্লাহ (৮) শিশুর মৃত্যু হয়েছে |
১২ মার্চ ( বুধবার) বিকালে দিকে হারিয়ে যাওয়ার পর সন্ধ্যায় শিশু রহমত উল্লাহর লাশ খুজে পায় ফায়ার সার্ভিস রহমত উল্লাহ রাউতনগর মধ্যপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে | শিশুটির মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে পড়েছে পুড়ো গ্রামে |
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরশেদুল হক জানান– শিশুটির মৃত লাশ উদ্ধার করা হয়েছে | আইনগত প্রসেস প্রক্রিয়াধীন চলছে |
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com