March 15, 2025, 4:11 am
মাহাবুব আলম, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি :
দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে ইএসডিও’র সহযোগিতায় সোমবার (১০ মার্চ) সকালে উপজেলার কেন্দ্রীয় হাই স্কুল মাঠে ভূমিকম্প, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ।
এ সময় আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারি মাওলানা রজব আলী, উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক বকুল মজুমদার। ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার আব্দুল মোনায়েম হোসেন, প্রেসক্লাব পুরাতন সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, আশরাফুল আলম, ইএসডিও সহকারী কারিগরি কর্মকর্তা অজিত বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালনা করা হয়।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com