March 15, 2025, 5:11 am
নিজস্ব প্রতিবেদকঃ সরকার কর্তৃক নিবন্ধিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজশাহী জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে আনন্দ টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি মোমিন ওয়াহিদ হিরোকে আহ্বায়ক এবং এশিয়ান টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি বারিউল আলম শান্তকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শফিকুল ইসলাম – দৈনিক সময়ের আলো, হাবিবুর রহমান পাপ্পু – সময় টেলিভিশন, মেহেদী হাসান – ৭১ টেলিভিশন, মুস্তাফিজ রকি – আরটিভি, সৈয়দ মাসুদ – বার্তা বাজার, মাহী ইলাহি – দৈনিক সোনার দেশ ও সারাবাংলা, শিরিন সুলতানা কেয়া – রাইজিং বিডি, রাজু আহমেদ – দৈনিক কালবেলা, সোহাগ আলী – দৈনিক আওয়ার বাংলাদেশ, সবুজ ইসলাম – দৈনিক উত্তরা প্রতিদিন, আবু তাহের – দৈনিক রাজশাহী সংবাদ, রকিবুল হাসান রকি – দৈনিক সানশাইন ও মশিউর রহমার – দৈনিক বার্তা।
সোমবার ( ১০ মার্চ ) সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ কমিটি অনুমোদন দেন।
কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা পেশার মর্যাদা রক্ষা, অধিকার ও সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
এবং আগামী তিন মাসের মধ্যে জেলার আওতাধীন উপজেলা শাখার কমিটি গঠন করে জেলা শাখার নির্বাচন সম্পন্ন করবে এবং নতুন সদস্যপদ প্রদানের উদ্যোগ নেবেন বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com