March 15, 2025, 5:00 am
বিশেষ প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ, কেশরহাট পৌরসভা, মৌগাছি ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন, পারভেজ রায়হান (যুগ্মসচিব) পরিচালক স্থানীয় সরকার বিভাগ, রাজশাহী।
সোমবার (১০ মার্চ) সকাল ১০ টার দিকে মোহনপুর উপজেলায় পরিদর্শনে আসলে উপজেলা পরিষদের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। এরপর তিনি ধারাবাহিকভাবে মোহনপুর উপজেলা পরিষদ, মোহনপুর গ্রামে অবস্থিত হেলিপ্যাড, মৌগাছি ইউনিয়ন পরিষদ, ইউজিডিপি প্রকল্পে কাজ মৌগাছি উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষ, মৌগাছি জনস্বাস্থ্যের সাবমারসিবল পাম্প পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, কেশরহাট পৌর প্রশাসক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা প্রকৌশলী নুরুন্নাহার, উপজেলা জনস্বাস্থ্যের উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন সহ প্রমুখ।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com