March 15, 2025, 4:03 am
স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ রাজশাহীর মোহনপুর উপজেলায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা সহ ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১০ই মার্চ) সোমবার সকাল ১১ দিকে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
দুর্যোগের পূর্বাভাস “প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিবাপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা মোহনপুর রাজশাহী’র আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জোবয়দা সুলতানা, স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রৌকশলী তারিকুল ইসলাম, উপস্থিত ছিলেন প্রানীসম্পদ কর্মকর্তা খন্দকার সাগর আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার নুরন্নবী, পল্লী ইন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, প্রভাষক খুশবর রহমান, ওসমান আলী সহ প্রমুখ।
আলোচনা সভার শেষে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা অগ্নি নির্বাপক ও ভূমিকম্প মহড়া প্রদর্শন করেন।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com