March 15, 2025, 3:53 am

নোটিশ :

জরুরি ভিত্তিতে সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

সর্বশেষ সংবাদ : :
তিতাসের জগতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আত্রাইয়ে শাহাগোলা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত তিতাসের মজিদপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা সেলিম ভূঁইয়া পুঠিয়ায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ  আত্রাইয়ে নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন আত্রাইয়ে গনহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ খেলতে গিয়ে নদীতে পড়ে শিশুর মৃত্যু দুর্গাপুরে প্রকাশ্যে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ, প্রশংসায় ভাসছেন ইউএনও প্রেস বিজ্ঞপ্তি বাউয়েটের ২৪তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত
মোহনপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

মোহনপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

বিশেষ প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থাতা কামনা করে মোহনপুর উপজেলার ৪নং মৌগাছিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিকালে মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী মুকুলের সভাপতিত্বে এবং ইউনিয়ন  ছাত্রদলের সভাপতি রায়হানের সঞ্চালনায় ইউপির মৌগাছি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য রায়হানুল আলম রায়হান, মোহনপুর উপজেলা বিএনপি’র সভাপতি শামিমুল ইসলাম মুন, কেশরহাট পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মশিউর রহমান সহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ আমরা দোয়া করব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছিলেন আমরা তাদের জন্য দোয়া করব, গত জুলাই-আগস্টের আন্দোলনে যে সমস্ত ছাত্র-জনতা জীবন দিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করব। বাংলাদেশের সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই।

তারা আরও বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকার বিএনপির উপর নির্যাতন করেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ গড়ার জন্য ৩১ দফার কর্মসূচি দিয়েছেন। ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে বাংলাদেশের সকল মানুষের দাবি-দাওয়া পূরণ হবে।

এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক (১) বাচ্ছু রহমান, সাংগঠনিক সম্পাদক (২) শাহীন আক্তার শামসুজ্জোহা, সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, সাবেক সাংগাঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজেম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নয়ন আলম শাহ্, উপজেলা শ্রমিক দলের আয়বায়ক মোজাম্মেল হক, কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সাবেক সাধাররণ সম্পাদক অধ্যাপক খুশবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান আলী, পবা উপজেলার নওহাটা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মুকবুল হোসেন সহ প্রমুখ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহামুদুল হাসান রুবেল, যুগ্ম আহবায়ক লিটন ও আরিফ ।

ইফতার পূর্বে বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন




© All rights reserved © 2020 alokitobhorerbarta.com

Desing & Developed BY ThemesBazar.Com