March 15, 2025, 5:06 am
রবিউল ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি ; পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় খোলা আকাশের নিচে কিংবা হোটেল রেস্টুরেন্টে জমে উঠেছে এই রমজানে প্রয়োজনীয় ইফতারের খাদ্য সামগ্রীর বেচা কেনার উপচে পড়া ভীর, হরিপুর উপজেলার কাঁঠালডাংগী বাজারে অদ্য শুক্রবার ঘুরে দেখা যায়, ক্রেতা এবং বিক্রেতার মাঝে কুশল বিনিময়। দোকানীরা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বেচাকেনায় ব্যস্ত, দোকান গুলোতে পসরা সাজিয়ে রাখা আছে লোভনীয় সব খাবার। রাস্তার ধারে কিংবা খোলা জায়গায় প্রতিদিন দুপুর থেকেই এই স্থানগুলোতে দোকানিরা ইফতারের জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ইফতার কেনার জন্য বিভিন্ন এলাকার মানুষ ভিড় করতে থাকে।
ক্রেতাদের বিভিন্ন দোকান ঘুরে ঘুরে পছন্দের আইটেম কিনতে দেখা গেছে। এছাড়াও বিভিন্ন হোটেল এন্ড রেস্টুরেন্টে তৈরি করা হয়েছে নানান সুপরিচিত ঐতিহ্যবাহী খাবার।
ইফতারের খাবার হিসেবে দেখা মিলেছে বেগুনী মোটা মোটা জিলাপি, বুট, বুন্দিয়া, পায়েস, ধনিয়া পাতার চপ, গুরের চিকন জিলাপি, বাদাম, ভাজা চিরা, বিরিয়ানি, রসুনের চপ, পরোটা, , ডিম চপ, রোস্ট, লাচ্ছি, ছোলা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ফালুদাসহ নানা আইটেম।দামেও কিছুটা কম তাই ক্রেতারারও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তবে ইফতারের সাথে লেবু এবং শসার দাম একটু বেশি। ইফতার সামগ্রী কিনতে আসা আকতারুল ইসলাম জানান, গতবছরের তুলনায় এবছর ইফতারের প্রয়োজনীয় জিনিসের মূল্য একটু কম তবে সবাই মিলে স্বস্তির মাঝে ইফতারের জিনিস কেনাবেচায় ব্যস্ত।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com