March 15, 2025, 4:51 am

নোটিশ :

জরুরি ভিত্তিতে সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

সর্বশেষ সংবাদ : :
তিতাসের জগতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আত্রাইয়ে শাহাগোলা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত তিতাসের মজিদপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা সেলিম ভূঁইয়া পুঠিয়ায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ  আত্রাইয়ে নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন আত্রাইয়ে গনহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ খেলতে গিয়ে নদীতে পড়ে শিশুর মৃত্যু দুর্গাপুরে প্রকাশ্যে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ, প্রশংসায় ভাসছেন ইউএনও প্রেস বিজ্ঞপ্তি বাউয়েটের ২৪তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত
তিতাসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল

তিতাসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি তিতাস )আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দাউদকান্দি উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মো. মনিরুজ্জামান বাহালুল বলেছেন, রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস। পবিত্র মাসে মানবতার মুক্তিসনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিল করা হয়েছে। তাই পবিত্র এই মাসে কুরআনের আলোকে জীবন পরিচালনার শপথ নিতে হবে। এর মধ্যে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তি নিহিত রয়েছে।তিনি গত ৭মার্চ শুক্রবার বাদ জুমা আসমানিয়া বাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তিতাস উপজেলা শাখার  উদ্যোগে মাহে রমজান উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তিতাস উপজেলা শাখার  প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা উত্তর জেলা শাখার সেক্রেটারী মাওলানা মোশাররফ হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তিতাস উপজেলা শাখার উপদেষ্টা মো. সালাউদ্দিন সরকার ,মোহাম্মদ শাহাদাৎ হোসাইন।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা উত্তর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ও তিতাস উপজেলা শাখার সভাপতি মো.মোশাররফ হোসেন মুন্সীর সভাপতিত্বে ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তিতাস উপজেলা শাখার সেক্রেটারী মু .মফিজুল ইসলাম সরকারের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা
আই.বি.ডব্লিউ.এফ  এর সেক্রেটারী মো. নুরে আলম সরকার,ভিটিকান্দি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা আলাউদ্দিন ভূইয়া, নারান্দিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা ছবির হোসাইন,সভাপতি মো. কামাল হোসেন ,শ্রমিক কল্যাণ  উপজেলা শাখার  সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক ও সদর কড়িকান্দি ইউনিয়নের সভাপতি মো.নাছির আহমেদ মোল্লা।
এছাড়াও দায়িত্বশীল কর্মশালা ও ইফতার মাহফিলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শাখার নেতাকর্মীবৃন্দ, সমর্থক ও শতাধিক সাধারণ শ্রমিক অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনস্বীকার্য। শ্রমিক নেতৃবৃন্দ জীবিকা নির্বাহের পাশাপাশি আল্লাহর হুকুম ও নবীজির দেখানো পথ অনুসরণ করে সুন্দর সমাজ বির্নিমানে নীতি নৈতিকতার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে নিজেকে তৈরী করতে হবে। বক্তারা বলেন, আদর্শিক ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে ও কোরআনের আলোকে রাষ্ট্র গঠনের লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।বিশেষ আকর্ষণে ইসলামী সংগিত পরিবেশনায় ছিলেন কুমিল্লা উত্তর জেলার গোমতী সাহিত্য সাংস্কৃতিক সংসদ।

সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন




© All rights reserved © 2020 alokitobhorerbarta.com

Desing & Developed BY ThemesBazar.Com