March 15, 2025, 4:53 am
বিশেষ প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুরে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে রবি মৌসুমে বোরো ধানের (উফসী জাত) সমলয় চাষাবাদের (Synchronize Cultivation) কৃষকদের সাথে মতবিনিময় সভা ও রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০৫ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোহনপুর এর কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে বাকশিমইল ইউপি’র বিদ্যাধরপুর গ্রামের ফসলি মাঠে ধান রোপণকারী যন্ত্রের মাধ্যমে জমিতে ধানের চারা রোপণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন মোহনপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা।
এর পূর্বে নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা’র সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত এক কৃষক সমাবেশে উপজেলা সহকারী কৃষি অফিসার এমএ মান্নানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী’র অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী’র উপপরিচালক কৃষিবিদ মোছাঃ উম্মে সালমা, মোহনপুর উপজেলার সরকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলার সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষক দলনেতা বিদ্যাধরপুর গ্রামের ইসহাক আলীর ছেলে শামসুল আলম সহ প্রায় শতাধিক কৃষক।
কৃষক সমাবেশে বক্তারা, কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের জন্য কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধি, শ্রমিক সংকট নিরসন, সময় অপচয় রোধ ও অতিরিক্ত খরচ রোধকল্পে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করেন।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com