March 15, 2025, 3:55 am

নোটিশ :

জরুরি ভিত্তিতে সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

সর্বশেষ সংবাদ : :
তিতাসের জগতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আত্রাইয়ে শাহাগোলা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত তিতাসের মজিদপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা সেলিম ভূঁইয়া পুঠিয়ায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ  আত্রাইয়ে নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন আত্রাইয়ে গনহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ খেলতে গিয়ে নদীতে পড়ে শিশুর মৃত্যু দুর্গাপুরে প্রকাশ্যে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ, প্রশংসায় ভাসছেন ইউএনও প্রেস বিজ্ঞপ্তি বাউয়েটের ২৪তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত
শিব নদীতে চাবি জালে বোয়াল শিকারের উৎসব

শিব নদীতে চাবি জালে বোয়াল শিকারের উৎসব

মোঃ আনছার তালুকদার স্বাধীনঃ

রাজশাহীর মোহনপুর এবং তানোর উপজেলার কোল ঘেঁষে বয়ে চলা শিব নদীতে চলছে চাবি জালে বোয়াল শিকারের উৎসব। ফাল্গুনের শুরুতে নদীর পানি কমে যাওয়ায় প্রতি বছরের মত এবারো চাবি জাল দিয়ে মাছ ধরার এই উৎসবে শামিল হয়েছে নানা বয়সি মানুষ। প্রতি বছর শীতের শেষে বসন্তের শুরুতে নদীর উজানে পানি কমে আসলে মোহনপুর, তানোর, গোদাগাড়ী ও আশপাশের এলাকার সৌখিন মাছ শিকারীরা দূর দূরান্ত থেকে এসে এই ঐতিহ্যের মাছ ধরা উৎসবে শামিল হন।

গতকাল সোমবার (৩ মার্চ) দুপুরে সজেমিনে মোহনপুর-তানোরের বুরুজঘাট এলাকায় গিয়ে দেখা যায়, নানা শ্রেণী-পেশার ও বয়সের অনেক মানুষ এক সাথে নদীর দুই’ধার বরাবর এক লাইনে থেকে চাবি জাল দিয়ে নদীতে নেমে মাছ ধরছেন। সম্মিলিত এই মাছ ধরার উৎসব দেখতে সেখানে ভীড় জমিয়েছেন উৎসুক মানুষজন। এসময় কারো চাবি জালে বড় মাছ ধরা পড়লেই হই-হই রবে মুখরিত হয়ে উঠছে পুরো নদীর ধার এলাকা।

সৌখিন এই মৎস শিকারিরা জানান, মোবাইল ফোনে যোগাযোগ করেই প্রতিবছর এই সময় প্রায় দিন এই জমায়েত হয়। যে মাছ ধরা হয় তা- বিক্রির জন্য নয়। তবে অনেক বেশি মাছ পাইলে কেউ কেউ কিছু মাছ বিক্রি করে। যারা মাছ ধরতে আসেন তারা পেশাদার জেলেও নন। শুধুমাত্র শখের বশে নানা শ্রেণি-পেশা ও বয়সের মানুষ এক সাথে নামেন নদীতে। শখের মাছ যায় ঘরে।

তানোর উপজেলার চান্দুরিয়া ইউনিয়নের আজিপুর গ্রামের ফজর আলীর ছেলের রফিকুল ইসলাম (৪৫), আবুল কালাম এর ছেলে মুক্তার হোসেন (৪০) এবং আবেদ প্রামানিকের ছেলে মিরাজ প্রামানিক জানান, শিব নদীতে পানি কমে আসলেই আমরা মোবাইল ফোনে যোগাযোগ করে একটি দিন তারিখ ঠিক করি। পরে একসাথে নেমে পড়ি নদীতে। বেশির ভাগই চাবি জাল নিয়ে আসেন মাছ ধরতে। কেউ কেউ অন্য জালও আনেন। আমরা আজ শিব নদীতে দুপুর সাড়ে ১২ টার দিকে নানা বয়সের প্রায় ৩৫ জন মানুষ একসাথে মাছ ধরতে এসেছি এবং প্রত্যেকেই যথেষ্ট মাছ পেয়েছি, বেশি পেয়েছি বোয়াল মাছ। তবে কেউ কেউ মাছ কম পেয়েছে। প্রতি বছর নদীতে এক সাথে মাছ ধরা আমাদের প্রাণের উৎসবে পরিণত হয়েছে।

তারা আরো বলেন, আমরা এই চাবি জাল দিয়ে শিব নদীতে বড় রুই, কাতল, বোয়াল, গজার, টেংরা, বাইম, পুঁটিসহ নানা প্রজাতির ছোট মাছও শিকার করে ঘরে নিয়ে যায়। তবে আজ আমরা কমবেশি সকলেই বোয়াল মাছ বেশি পেয়েছি। আর বর্তমানে বোয়াল মাছের চাহিদা অনেক। আমরা বেশি বেশি বোয়াল মাছ ধরতে পেরে খুব খুশি।

সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন




© All rights reserved © 2020 alokitobhorerbarta.com

Desing & Developed BY ThemesBazar.Com