March 15, 2025, 5:00 am
মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ ৩ জন নিহত ও নারীসহ ৩ জন আহত হয়েছে। সোমবার ভোরে ৪ টার সময় রাজাবাড়ীহাট যুবউন্নয় প্রশিক্ষন কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ৩ জনকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
নিহতরা হলেন, অ্যাম্বুল্যান্স চালক রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার জাফর ইকবাল জুয়েল (৪৫), গোদাগাড়ী উপজেলার ঠাকুর জৌবন গ্রামের সুন্দরী রানী (৬৫) ও আদরী রানী (৩৮)।
এলাকাবাসী জানায়, সোমবার ভোর ৪ টার সময় রাজশাহীর দিক থেকে আসা চাপাইনবাগঞ্জগামী ট্রাকের সাথে গোদাগাড়ী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী অ্যাম্বুলেন্সের রাজশাহী- চাপাই মহাসড়কে রাজাবাড়ীহাট যুবউন্নয় প্রশিক্ষন কেন্দ্রের সামনে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলেই ৩ জনের মৃত্যু হয়। গুরত্বও আহত হয় ৩ জন। আহতদের এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
্গোদাগাড়ী মডেল থানার ওসি রুহুল আমিন জানায়, হৃদরোগে আক্রান্ত ঠাকুর জৌবন গ্রামের সুন্দরী রানীকে নিয়ে গোদাগাড়ী থেকে অ্যাম্বুলেন্সটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। এ সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাট বিজিবি চেকপোস্টে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অ্যাম্বুলেন্সের চালক জুয়েলসহ ঘটনাস্থলে তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ গটনা স্থলে যায়। পরে অ্যাম্বুলেন্স ও ট্রাকটিকে রাস্তার উপর থেকে সরিয়ে নেওয়া হয়।
হাসপাতালের মুখপাত্র ডা: সংকর কে বিশ্বাস জানান, আহত ৩ জনকে হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুত্বর। তাদের পর্যবেক্ষনে রাখা হয়েছে।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com