March 15, 2025, 5:12 am
মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকার দীঘাডাঙ্গা মৌজার দশ বিঘা জলার পুকুর হতে প্রায় ২৫ লক্ষ টাকার মাছ চুরির অভিযোগ উঠেছে।
অভিযোগসূত্রে জানা যায়, পৌর এলাকার হরিদাগাছি গ্রামের মৃত ইসরাইল স্বর্ণকারের ছেলে কোবাদ আলীর প্রায় ১০ বিঘা জলার পুকুর হতে দুই দফায় এ মাছ চুরি করা হয়েছে।
কোবাদ আলী জানান, আমি রোববার (২ মার্চ) সকাল ৯ টার সময় আমার পুকুরে গিয়ে দেখি কে বা কারা মাছ চুরি করে নিয়ে যায় এবং দুই বস্তা মাছ রেখেই চোরেরা পালিয়ে গেছে। আমার একই পুকুর হতে ইতিপূর্বেও (গত বছর আগস্ট মাসে) কে বা কারা মাছ চুরি করে। এ দুইবার মিলে প্রায় ২৫ লক্ষ্যাধিক টাকার মাছ চুরি করেছে চোরেরা। আমি মোহনপুর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com