March 15, 2025, 5:30 am
ব্যুরো রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়ায় প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষক দারা শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। দুই পক্ষেরই থানায় অভিযোগ দায়ের উপজেলার বাসুপাড়া এলাকার বাসুপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ সামাজুল ইসলামের বাসায় গিয়ে প্রাইভেট পড়তেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। প্রাইভেট পড়া শেষে সবাইকে ছুটি দিয়ে, ভুক্তভোগী ওই তরুণীকে আরো পড়ানোর কথা বলে বাসায় রেখে দেয়। পরে ওই শিক্ষার্থীর শরীরের স্পর্শকাতর বিভিন্ন জায়গায় হাত দিতে থাকে বলে অভিযোগ তোলে ওই শিক্ষার্থী। গতকাল শনিবার পহেলা মার্চ সকাল ৯ টার দিকে ওই ঘটনা ঘটে। এসব ঘটনা তরুণী বাসায় গিয়ে বলার পর রাগান্বিত হয়ে তার পিতা চাচারা এসে শিক্ষককে মারধর করে। অন্যদিকে ভুক্তভোগী ঐ শিক্ষার্থী বলেন, আমার বড় আব্বু হয় আমি ভাবতেও পারিনি এমন কাজ করবে। এর আগেও বেশ কয়েকবার আমার গায়ে হাত দিয়েছে আমি বুঝতে পারিনি। বুঝতে পেরে আজকে আমি পালিয়ে চলে আসি।
ঘটনার পর অভিযুক্ত সমাজুল ইসলামের লোকজন ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে আর টাকা পয়সা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে শিক্ষক সামাজুল ইসলাম বলেন, গত ডিসেম্বর মাস হতে প্রাইভেট পড়ানোর টাকা বাকি রয়েছে। সেই টাকা চাওয়ায় আমাকে হাতুড়ি দিয়ে মারধর করে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। এসব বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে শিক্ষার্থীর চাচা শাহীন আলী মারধর করার কথা স্বীকার করে বলেন, সে আমার ফুফাতো ভাই তাকে এমনি এমনি মারধর করিনি। আমার ভাতিজির গায়ে হাত দিয়েছে। তার স্বভাব খারাপ এর আগেও কয়েকবার এমন ঘটনা ঘটিয়েছে। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন জানান, দুই পক্ষই অভিযোগ দিয়েছেন তদন্ত করে সঠিক আইনানুর ব্যবস্থা গ্রহণ করা হবে।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com