March 15, 2025, 4:50 am
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
ডায়বেটিস ঝুকি জনুন,সনাক্ত করুন, পদক্ষেপ নিন এই স্লোগানে গতকাল শুক্রবার সকাল ১০ টায় ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে তিতাস ডায়াবেটিক সমিতি কর্তৃক বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা,আলোচনা সভা, র্যালী ও আদর্শ ডায়াবেটিক রোগীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।তিতাস ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও মজিদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল হালিম মিন্টুর সভাপতিত্বে এবং সমিতির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জাকারিয়া পরিচালনায় আলোচনা সভা ও র্যালীতে অংশ গ্রহণ করেন তিতাস থানার সাব ইন্সপেক্টর বিমল,তিতাস ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ইসমাইল হোসেন মামুন, কোষাধক্ষ্য আব্দুল্লাহ, কাযনির্বাহী সদস্য দিদার আলম, জসিম খান,মাহাবুব, আলী আহমদ, আজীবন সদস্য কাজী নোমান তোফাজ্জল হোসেন খান, তিতাস ডায়াবেটিক সমিতির মেডিকেল অফিসার ডাঃঅর্জুন চন্দ্র চৌধুরী , ডাঃনুরে আলম সিদ্দিক মুরাদ প্রমুখ।আলোচনা সভা শেষে গৌরীপুর- হোমনা আঞ্চলিক সড়কে একটি র্যালী করা হয়।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com