March 15, 2025, 3:44 am
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাস উপজেলার শাহ্পুর আদর্শ কিন্ডারগার্টেন-এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশিষ্ট সমাজ সেবক আলী নেওয়াজ ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন, কবি, কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিকেএ কুমিল্লা (প.)
জেলার সাধারণ সম্পাদক শাহ্ আলম সরকার,দড়িকান্দি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মনিরুল ইসলাম,শাহ্পুর আদর্শ
কিন্ডারগার্টেনের পরিচালনা কমিটির অন্যতম সদস্য মো. সানাউল্লাহ মোল্লা,মজলিসে তালিমুদ্বীন বাংলাদেশ’র সভাপতি মো. তানভীর খান, শাহ্পুর আদর্শ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মো. শাহজান ভূঁইয়া। উপস্থাপনায় ছিলেন, স্কুলের ইংরেজি শিক্ষক
রবিউল আলম।অনুষ্ঠানে ২০২৩ ও ২০২৪ ইং সালের বিকেএ বৃত্তিপ্রাপ্ত
২০ কৃতি ছাত্রছাত্রীদের সনদ ও ক্রেস্ট প্রদানের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই প্রতিষ্ঠানটি এই এলাকার একটি অন্যতম প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করে আজ অনেকেই ভালো অবস্থানে রয়েছেন’।
এসময় তিনি এই এলাকার সৃষ্টিশীলদের প্রতিষ্ঠানটির দিকে আরও মনোযোগ বৃদ্ধির আহ্বান জানান।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com