March 15, 2025, 3:39 am

নোটিশ :

জরুরি ভিত্তিতে সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

সর্বশেষ সংবাদ : :
তিতাসের জগতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আত্রাইয়ে শাহাগোলা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত তিতাসের মজিদপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা সেলিম ভূঁইয়া পুঠিয়ায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ  আত্রাইয়ে নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন আত্রাইয়ে গনহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ খেলতে গিয়ে নদীতে পড়ে শিশুর মৃত্যু দুর্গাপুরে প্রকাশ্যে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ, প্রশংসায় ভাসছেন ইউএনও প্রেস বিজ্ঞপ্তি বাউয়েটের ২৪তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত
মোহনপুরে কিশোর উদ্ধারসহ ২ জন অপহরণকারী আটক 

মোহনপুরে কিশোর উদ্ধারসহ ২ জন অপহরণকারী আটক 

বিশেষ প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর উপজেলার কামারপাড়া বাজারে এক কিশোরকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার সহযোগিতায় ভুক্তভোগী কিশোরকে উদ্ধার সহ দুইজন অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১১ টার সময় কামারপাড়া বাজারের নিকটবর্তী এলাকা হাটরায় এ ঘটনা ঘটে। জানা গেছে, উদ্ধার হওয়া ওই কিশোরের নাম সাজ্জাদ হোসেন সৈকত (১৮)। সে নওগাঁর মান্দা উপজেলার সদর ইউনিয়নের ঘাটকৈর গ্রামের নুরুজ্জামান মন্ডলের ছেলে।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন-রাজশাহীর মতিহার থানার বিনোদপুর এলাকার সেলিম রেজার ছেলে সজল (৩৩) ও একই এলাকার শামসুল হকের ছেলে মেহেদী হাসান (৩৫)।

পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁর মান্দায় বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে এমন সংবাদ দিয়ে এক কিশোরকে অপহরণ চেষ্টা করে একদল যুবক। উদ্ধার হওয়া ওই কিশোর সাজ্জাদ হোসেন সৈকত বলে, ‘আমার বাবা নিয়ামতপুরে মাটিকাটা কাজে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে যায়। সকাল সাড়ে আটটার দিকে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি আমাদের বাড়ি এসে সড়ক দুর্ঘটনায় বাবা আহত হয়েছে বলে জানায়। এ সময় তাদের সঙ্গে থাকা মোটরসাইকেলে আমাকে তুলে নিয়ে ফেরিঘাট হয়ে রাজশাহীর দিকে যেতে থাকে। পথে কুসুম্বা এলাকায় পৌঁছে বাবা কোথায় জানতে চাইলে দুষ্কৃতিকারীরা আমার মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা করে এবং রাজশাহীর মোহনপুর উপজেলার কামারপাড়া বাজারের হাটরা এলাকায় পৌঁছালে স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ আমাকে উদ্ধার করেন।’

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, সাজ্জাদ হোসেন সৈকত নামের এক কিশোরকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদে দুষ্কৃতিকারীদের পিছনে ধাওয়া করা হয়। পরে রাজশাহীর মোহনপুর উপজেলার হাটরা এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় দুইজন দুষ্কৃতিকারীকে আটকসহ ভুক্তভোগী সাজ্জাদ হোসেন সৈকতকে উদ্ধার করা হয়েছে। মোট ৪ জন দুষ্কৃতিকারী এই অপহরণের সাথে জড়িত ছিল বলে আমরা ধারণা করছি। অন্য ২ জন দুষ্কৃতিকারী পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন




© All rights reserved © 2020 alokitobhorerbarta.com

Desing & Developed BY ThemesBazar.Com