March 15, 2025, 5:12 am
আবুহেনা স্টাফ রিপোর্টার নওগাঁ :“দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” প্রতিপাদ্য নওগাঁর আত্রাইয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়ছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের সহায়তায় দুর্নীতি দমন কমিশন, সম্বনিত নওগাঁ জেলা ও আত্রাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনীতে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল উদ্দিন।
তিনি বলন, ছাত্র-ছাত্রী ও যুব সমাজকে দুর্নীতিমুক্ত সমাজ গড়নের মানবিকতায় গড়ে তুলতে হবে। সেইসাথ পারিবারিকভাব ছেলে মেয়েদের ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং শুশৃঙ্খল জীবন যাপনের অভ্যস তৈরী করে দিতে হবে।
বিতর্ক প্রতিযোগিতার বিষয় তিনি বলেন, এ জাতীয় প্রতিযোগিতা একজন শিক্ষার্থীকে দেশ ও বিশ্ব সম্পর্কে জানার সুযোগ তৈরী করে দেয়। ফলে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন সভা-সেমিনারে বক্তা হিসাবে খ্যাতি অর্জনের পথ সুগম করে।
প্রতিযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ এফ এম মনসুর রহমান, সদস্য মাসুদুর রহমান উপস্থিত ছিলন। প্রতিযোগিতায় বিচারক ও মডারেটর হিসাবে উপজেলা একাডমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, যুব উনয়ন অফিসার এসএম নাসির উদ্দিন ও প্রজেক্ট অফিসার রুকুনুজ্জামান দায়িত্ব পালন করেন।
প্রতিযোগিতায় বিয়াম ল্যাবরেটরী স্কুল ও কলেজ চ্যাম্পিয়ন এবং শুকটিগাছা স্কুল ও কলেজ রানার্স আপ হয়
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com