March 15, 2025, 4:11 am
পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ
রাজশাহী পুঠিয়ায় সংঘাত নয়, শান্তি সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে পুঠিয়া পৌর সদরের তাজ চাইনিজ রেস্টুরেন্টে পিস ফেসিলিটেড পিএফজি এই সভার আয়োজন করে। ইউ কে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অধীনে দি হাঙ্গার প্রজেক্টের মাধ্যমে এই পি এফ জি পরিচালিত হয়ে থাকে।
পি এফ জি এর পুঠিয়া কো-অর্ডিনেটর এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি এফ জি এর ফিল্ড কো-অর্ডিনেটর রোকনুজ্জামান আহমেদ।
সভাটি পরিচালনা করেন বিশিষ্ট সংগঠক ও পি এফ জি এর পিস অ্যাম্বাসেডার রিপন রেজা।
প্রধান অতিথি আসাদুল হক আসাদ বলেন, পি এফ জি দীর্ঘদিন থেকে পুঠিয়া এলাকায় শান্তি সম্প্রীতির জন্য কাজ করে আসছে। দল মত নির্বিশেষে প্রত্যেকে মত প্রকাশ করার পাশাপাশি সংঘাত নয় শান্তির জন্য কাজ করতে সকলের প্রতি আহবান জানান তিনি।
আলোচনা সভায় পুঠিয়া পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান, পিস অ্যাম্বাসেডর সাহারা খাতুন ও মাসুদ রানা উপস্থিত ছিলেন। এছাড়া আলোচনা সভায় বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। #
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com