March 15, 2025, 4:00 am
মাহাবুব আলম, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকালে চলতি মৌসুমে হিমাগারের মালিক কর্তৃক সংরক্ষণ আলুর বস্তার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।
উপজেলা কৃষকদল ও চাষীবৃন্দের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি মোশারফ হোসেন, সম্পাদক গোলাম রসূল, উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, নূর নবী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার,পৌর কৃষকদলের সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি জিয়াউর রহমান (মাষ্টার), মহিলা দলের সদস্য সচিব আনাকলি, পৌর যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব, মুক্তারুল ইসলাম মুক্তার, যুবনেতা আওলাদ হোসেন, কৃষকদলের দপ্তর সম্পাদক সেলিম প্রমুখ।
মানববন্ধন শেষে কৃষকেরা উপজেলা পরিষদের সামনের সড়কে আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন এসময় বক্তারা বলেন হিমাগারগুলোর বাড়তি ভাড়া বাতিল করে আগের ভাড়া বহালে রাখতে হবে এমনিতেই বাজারে আলুর দাম অনেক কম তার উপর হিমাগারের ভাড়া অযৌক্তিক ভাবে বৃদ্ধি করে কৃষকদের সংকটে ফেলা হয়েছে। এতে প্রান্তিক আলু চাষিরা মারাত্মক ক্ষতিতে পড়বেন, যার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে । তাই দ্রুত এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি ।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com