March 15, 2025, 5:15 am
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পুঠিয়ায় রাস্তার জমি না রেখে বাড়ি নির্মান নিয়ে আওয়ামী লীগ সমর্থিত ও বিএনপির সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষের হয়। সোমবার সকাল ১০ টায়ার দিকে রাজশাহীর পুঠিয়ার ভালুকগাছি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।কয়েকমাস আগে জাহাঙ্গীর আলম (৩৫) আওয়ামী লীগ সমর্থক, পিতা- নুরুল ইসলাম,পুঠিয়ার ফুলবাড়ি, এলাকায় রাস্তার জায়গা না রেখে বাড়ি নির্মান করেন। বাড়ি নির্মান করার সময় স্থানীয় জনসাধারণ রাস্তার জায়গা ছেড়ে বাড়ি নির্মান করতে বলেন। কিন্তু জাহাঙ্গীর আলম কারো কথা না শুনে বাড়ি নির্মান করেন। বর্তমানে তিনি বিদেশে অবস্থান করছেন। সকালে তার প্রতিবেশি সাইফুল ইসলাম (৩২) বিএনপি সমর্থক, পিতা-মৃত আফসার উদ্দিন রাস্তার বিষয় নিয়ে জাহাঙ্গীরের ভাই জুয়েল (৩৩) নুরুল ইসলাম এর সহিত কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে সাইফুল ইসলাম মাথা ফেটে রক্তাক্ত ও জখম হলে স্থানীয় জনসাধারণের আহত ব্যক্তিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থলে পুঠিয়া থানায় পুলিশ উপস্থিত হইলে পরিস্থিতি কিছুটা নিযন্ত্রণে আসে। পরর্বতীতে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয় জনসাধারণ পুনরায় বাড়িটি ভাংচুর করে ও একটি মোটরসাইকেল পুরিয়ে দেয়।
পুঠিয়া থানা অফিসার ইনচার্জ কবীর হোসেন বলেন বিষয়টি আমরা জানার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে দিয়েছি। এখন পর্যন্ত দুই পক্ষের কারো কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com