March 15, 2025, 3:33 am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা মোহনগঞ্জ ডিগ্রি কলেজের নব গঠিত এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (১৫ ফেব্রুয়ারি) শনিবার সকাল ১০ টার দিকে কলেজের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ ডিগ্রি কলেজের নব গঠিত এডহক কমিটির সভাপতি, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল।
মোহনগঞ্জ ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ নূরুল হুদার সভপতিতে বিশেষ অতিথি ছিলেন বাগমারা উপজেলার ১১ নং গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড মনিরুজ্জামান রঞ্জু, সম্মানিত অতিথি ছিলেন প্রবীন বিএনপি নেতা আব্দুল জব্বার মোল্লা।
এছাড়াও বাগমারা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষক-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।
কলেজের নব গঠিত এডহক কমিটির সভাপতি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে রেজাউল করিম টুটুল বলেন, আপনাদের পাসে থেকে কলেজের উন্নয়ন করতে চাই। বিগত ফেসিস্টি সরকারের সময় এ কলেজের উন্নয়ন হয়নি। আশা করি এ অর্থ বছরে চারতলা ভবন আপনারা পাবেন।
তিনি আরো বলেন, সেই সাথে আল্লাহ যদি আমার হায়াত দেন, আমি আপনাদের পাসে থেকে ডিগ্রি কলেজকে বিশ্ব বিদ্যালয় ও অনার্স কলেজ করে দেখাবো, আপনাদের পাসে থেকে এটা বাস্তবায়ন করে দেখাবো ইনসাল্লাহ। সরকারের কিছু নিয়ম নিতি মালা আছে, আমি চেস্টা করবো এ কলেজের সকল উন্নয়ন মূলক কাজ আপনাদের পাসে থেকে করার।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com