March 15, 2025, 5:13 am
সুজিত কুমার চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ হয়েছে ২৪ প্রহর ব্যাপি বৃহত্তম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠান । উপজেলা সদরে শ্রী শ্রী গৌর মন্দিরে বিশ্ব শান্তি ও জীবের মঙ্গল কামনায় ৬৩ তম বার্ষিক হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৯ ফেব্রুয়ারী ধর্মীয় অনুষ্ঠানে মাধ্যমে শুরু হয়। ৩ দিন গীতা পাঠ শেষে অধিবাসের মধ্যে ১২ ফেব্রুয়ারি বুধবার থেকে ২৪ প্রহর ব্যাপী মহামন্ত্র হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ ১৫ ফেব্রুয়ারি শনিবার ব্রহ্মমুহুত (ভোরে)শেষ হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্তের সমাগম ঘটে এই মহোৎসবে। শ্রী শ্রী গৌর মন্দির কমিটির সভাপতি কাজল জ্যোতি দত্ত জানায় ৬৩ বছর যাবৎ নাসিরনগর গৌর মন্দিরের দীন ভক্তবৃন্দের সার্বিক সহযোগিতায় এই কীর্তন সম্পন্ন হয়ে আসছে। সহসভাপতি সুজিত কুমার চক্রবর্তী জানায়, এই মহোৎসবকে ঘিরে উপজেলাসহ বিভিন্ন জেলা/ উপজেলার হাজারো ভক্তের সমাগম হয়েছে। গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। ভক্তের পদভারে মুখরিত নাসিরনগর। কমিটির সাধারণ সম্পাদক সবুজ চন্দ্র দাস জানান, দলমত নির্বিশেষে সম্প্রতি বজায় রেখে উৎসব মুখর পরিবেশে ৬ দিন ব্যাপী মহাযজ্ঞ নাম সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তের আগমন ঘটেছে এই উৎসবে।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com