March 15, 2025, 4:30 am
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অজ্ঞাত গাড়ি চাপায় শ্রাবণ (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।গত মঙ্গলবার রাতে সন্ধ্যায় এ দূর ঘটনা ঘটে। নিহত শ্রাবণ উপজেলার পৌর শহরের ভান্ডারা কলেজ পাড়া এলাকার মহেন্দ্র সিংহের ছেলে।
জানা গেছে, রাণীশংকৈল পীরগঞ্জ রোডে পুরাতন সেন্টার নামক সড়কে একটি মোটরসাইকেল যোগে পীরগঞ্জ যাওয়ার পথিমধ্যে পিছন থেকে ধাক্কা দিলে ঠিটকে পরে যায়। এতে আহত অবস্থায় মোটরসাইকেলে থাকা ৩ তিন গুরুত্ব আহত হলে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর যাওয়ার পথিমধ্যে শ্রাবনের মৃত্যু হয় । এতে গুরুতর আহত হয় আরো দু’জন তারা বর্তমানে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা.আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,একটি অজ্ঞাত নামা গাড়ি পিছন থেকে মোটরসাইকেল কে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।গাড়িটি এখন পর্যন্ত চিহ্নিত করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com