March 15, 2025, 4:52 am
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী)সন্ধ্যায় বাচোর ইউনিয়নের চোপড়া গ্রামে অভিযান চালিয়ে কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ রংপুর। মূর্তিটির দৈর্ঘ্য ১৩ ইঞ্চি প্রস্থ ৬.৫ ইঞ্চি, ওজন ৩ কেজি ৩০০ গ্রাম। এসময় আকবর আলী (৫০) নাম এক ব্যক্তিকে আটক করা হয়েছে।আটক আকবর আলী চোপড়া গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে ।
র্যাব-১৩ সূত্র জানা গেছে, ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে রাণীশংকৈল উপজেলার চোপড়া গ্রামের একটি বাড়িতে মূর্তি রাখা হয়েছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ নীলফামারী কোম্পানী কমান্ডারের নেতৃত্বে একটি অপারেশন দল সেই বাড়িতে অভিযান পরিচালনা করে একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ আকবর আলীকে আটক করা হয়।আটক ব্যাক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয় ।
এ বিষয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করে মূর্তি ও আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর হয়েছে । ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি মুহাঃ আরশেদুল হক বলেন, র্যাবের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। বুধবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে ।এবং কুষ্টি পাথর টি পরীক্ষা নিরীক্ষার জন্য সরকারি কোষাগাড়ে পাঠানো হয়েছে ।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com