March 15, 2025, 4:26 am
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া গ্রামের কৃতিসন্তান ও বিশিষ্ট শিল্পপতি মো.নাজমুল হাসানের পক্ষ থেকে তাঁর ছোট ভাই বাতাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হেলেন মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে নগদ ৭৫ হাজার টাকা প্রদান করেন।গতকাল বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ আকালিয়া গ্রামের হেলেন মিয়ার বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে নগদ ৭৫ হাজার টাকা তুলে দেন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি মো.নাজমুল হাসানের ছোট ভাই,বাতাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবদুল হাকিম, খেদু মিয়া,মনিরুল ইসলাম মনু মিয়া,গনি মিয়া,মো.কাদির মিয়াসহ স্থানীয় আরও অনেকে। উল্লেখ্য,গত রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া গ্রামের হেলেন মিয়ার বাড়িতে অগ্নিকান্ডে নগদ পাঁচ লক্ষ টাকা,সাড়ে চার ভরি স্বর্ন ও পাসপোর্টসহ বসত ঘর পুড়ে সব কিছু ছাই হয়ে যায় ।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com