March 15, 2025, 5:31 am
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিশেষ সপ্তাহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার জগতপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিশেষ সপ্তাহ-২০২৫ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক এস.এম.গোলাম কিবরিয়া।তিতাস উপজেলার সকল ইউনিয়ন পরিষদের ১১-২০ ফেব্রুয়ারী জন্ম ও মৃত্যু নিবন্ধন বিশেষ ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়।জগতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসামৎ হানু আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন,উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল মিয়া।জন্ম ও মৃত্যু নিবন্ধন বিশেষ সপ্তাহ-২০২৫ উপলক্ষে সর্বসাধারণের জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন করার লক্ষ্যে জন্মের /মৃত্যুর(০ শূন্য থেকে ৪৫ দিনের মধ্যে)বিনা ফিসে জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করণে বিশেষ এ ক্যাম্পেইন কার্যক্রম অনুষ্ঠিত হয়।সংশ্লিষ্ট ইউপি সচিব মো.শাহ জাহানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জগতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান,১ নং ওয়ার্ড স্বাস্থ্য সহকারী জাহাঙ্গীর আলম, ১ নং ওয়ার্ড সদস্য ইয়াছিন মিয়া,১,২ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোসামৎ সেলিনা আক্তার, ৩ নং ওয়ার্ড সদস্য মো.মজিবুর রহমান, ৪ নং ওয়ার্ড সদস্য ওমর ফারুক, ৫ নং ওয়ার্ড সদস্য মো.শান্তি মিয়া,৬ নং ওয়ার্ড সদস্য মো.নুরুল ইসলাম, ৮ নং ওয়ার্ড সদস্য মো.আক্তার হোসেন, ৭,৮ ও ৯ নং ওয়ার্ড সদস্য মোসামৎ আকলিমা আক্তার,বিশিষ্ট সমাজসেবক মো.বিল্লাল হোসেন,এনামুল হক প্রমুখ।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com