March 15, 2025, 4:10 am
রিপোর্টারঃ রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী মৌসুমী রহমানের বাড়ি ভাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা। মৌসুমী রহমান গত সোমবার রাতে আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণ করেন। এতে স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে পচামাড়িয়া বাজারে তার স্বামী ওহিদুরকে পিটুনি দিয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে তাকে আটক করে। এদিকে সরকার বিরোধী লিফলেট বিতরণ করার কারণে আওয়ামী লীগ নেত্রী মৌসুমির বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে তাকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় আজ বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা। তারা আওয়ামী লীগ নেতা কর্মীদের হুশিয়ার করে দেন এবং মিছিল নিয়ে থানার সামনে বিক্ষোভ করে। এছাড়াও যুবদলের নেতাকর্মীরা ব্যাপক শোডাউন সহ সাড়াশি অভিযান চালায় উপজেলার বিভিন্ন জায়গায়। এসময় যুবদলের নেতা কর্মীরাও শোডাউনে আওয়ামী লীগকে সাবধান করে বিভিন্ন শ্লোগান দেয়। আজ রাত আনুমানিক ৭.৩০ মিনিট (মুঙ্গলবার) রাতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় বাড়িতে কেও ছিলেন না। এ বিষয়ে জানতে চাইলে এলাকাবাসী জানান মৌসুমি রহমান টুঙ্গিপাড়া গেছেন।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com