March 15, 2025, 4:33 am

নোটিশ :

জরুরি ভিত্তিতে সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

সর্বশেষ সংবাদ : :
তিতাসের জগতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আত্রাইয়ে শাহাগোলা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত তিতাসের মজিদপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা সেলিম ভূঁইয়া পুঠিয়ায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ  আত্রাইয়ে নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন আত্রাইয়ে গনহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ খেলতে গিয়ে নদীতে পড়ে শিশুর মৃত্যু দুর্গাপুরে প্রকাশ্যে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ, প্রশংসায় ভাসছেন ইউএনও প্রেস বিজ্ঞপ্তি বাউয়েটের ২৪তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত
পবার জাফর ইকবাল ফুল বিক্রিতেই স্বাবলম্বি

পবার জাফর ইকবাল ফুল বিক্রিতেই স্বাবলম্বি

নিজস্ব প্রতিবেদক : ফুল কে না ভালোবাসে। বাড়ির আঙিনায় ছোট্ট পরিসরে গড়ে তোলেন ফুলের বাগান। সেই বাগানেই অর্থ এনে দিল জাফর ইকবালকে। এরপর আর থেমে থাকা নয়। ফুলেই ধ্যান-জ্ঞান, ফুলেই জীবিকা। একটু একটু করে এখন তার প্রায় ১০-১৫ বিঘা ফুলের আবাদ। তা ছাড়াও বাড়ির ছাদে ও আশে-পাশেও ফুল ফলের সমাহার। আর পেছনে ফিরে তাকানো নয়-শুধুই সামনে চলা। বছরে প্রায় ২০ লাখ টাকার ফুল বিক্রি। এলাকার সব দুর্বল শ্রমিক তার খামারের বিভিন্ন কাজ করেন।

তার স্বপ্ন ভবিষ্যতে এলাকার ছিন্নমুল নারী, গরীব বিধবা ও স্বামী পরিত্যক্তাদের কর্মসংস্থান করা। দর্শনার্থীরাও আসেন ফুলের গাছ ও ফুল দেখতে। আবার অনেকে বিনামূল্যে ফুল নেন। এতে জাফরের ভালই লাগে। এখন তার প্রতিদিনে আয় হচ্ছে ৫ হাজার টাকা।   রাজশাহী পবা উপজেলার দামকুড়া ইাউনিয়নের হরিষারডাইং গ্রামের বাসিন্দা জাফর ইকবাল। রাজশাহী শহর থেকে মোল্লাপাড়ার মোড় (লিলি হলের মোড়) মাত্র ১০ টাকা ভাড়াতে চার্জার গাড়িতে যাওয়া যাবে জাফরের ফুলের বাগানে। ছোট বেলা থেকেই ফুলের বাগান জাফর ইকবালের মন কেড়ে নিত। সংসারে ঘাত-প্রতিঘাত পেরিয়ে শেষে সিদ্ধান্ত নেন একটি ফুলের বাগান করার। কয়েক প্রজাতির ফুলের চারা সংগ্রহ করে বাড়ির উঠানে ছোট্ট পরিসরে গড়ে তোলেন একটি ফুলের বাগান। সেই থেকে এই পথচলা।

সরেজমিনে জানা যায়, বিশাল এলাকাজুড়ে তার ফুলের চাষ। উন্মুক্ত প্রান্তর সবটা জুড়েই চোখে পড়ে বাহারি ফুলের রঙিন সমাহার। বর্গা জমিতে উৎপাদন করেছেন নানান রকমের ফুল। আর এতে ভাগ্য বদলেছে তার। এখন প্রতিদিন তার ফুল বিক্রি ৫ হাজার টাকা। জানা যায়, কঠোর পরিশ্রম ও একাগ্রতায় কয়েক বছরে তিনি ১৫ বিঘা জমিতে ফুল চাষ করে এখন স্বাবলম্বী। ওই বাগানে এখন শোভা পাচ্ছে রজনীগন্ধা, জারবেরা, বিভিন্ন জাতের গোলাপ, গেন্ডারিয়া, ক্যানডুলার, বিভিন্ন জাতের ও কালারের গাঁদা, জিপসি, কালার স্টিক, বাগান বিলাসসহ নানা প্রজাতির মূল্যবান ফুল। স্বাধীনতা দিবস, বিজয় দিবস, মাতৃভাষা দিবস ও ভ্যালেন্টাইন ডে ছাড়াও বিশেষ দিবসগুলোতে ৫০ হাজার টাকারও বেশি ফুল বিক্রি হয়।

বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত ফুলের মৌসুম। তবে রমজান মাস ছাড়া বছরের প্রায় সময়ই ফুল বিক্রি হয়ে থাকে। ফুলচাষি জাফর ইকবাল বলেন, বাণিজ্যিক ভাবে নিজ জমিতে ফুল চাষ শুরু করি এবং এতে করে আমিসহ আমার পরিবার আজ সবাই স্বাবলম্বী। বীজ সংগ্রহ কোথায় থেকে করেন ও এক বিঘা জমিতে ফুল চাষ করতে কেমন খরচ হয় জানতে চাইলে তিনি বলেন প্রথম প্রথম অনেক দেশে এবং দেশের বাইরে থেকে বীজ সংগ্রহ করতে হয়েছে।

তিনি বলেন, এক বিঘা জমিতে গোলাপ চাষে প্রথম অবস্থায় খরচ হয় প্রায় ৫ লক্ষ টাকা আর চন্দ্র মল্লিকা চাষে বিঘা প্রতি খরচ হয় ৬০ হাজার টাকা। কৃষি অফিস থেকে কোন সহযোগিতা কিংবা পরামর্শ দেয় কিনা জানতে চাইলে বলেন, না কৃষি অফিস হতে কোনরকম সহযোগিতা আমি কখনোই পাইনি। এখন ১৪ ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন ডে-কে টার্গেট করে গোলাপের যত্ন চলছে। সাধারণভাবে প্রতিটি গোলাপের দাম ৬-১০টাকা হলেও ভালবাসা দিবসে তা বেড়ে গিয়ে ২০-৩০-৫০ টাকাও হয়ে যায়। তবে আমরা এই বাজারটা ধরতে পারি না। আর চায়ও না। স্ত্রী, এক ছেলে এক মেয়ে নিয়ে জাফর ইকবালের সুখি সংসার। ছেলে এবারে ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিবে। মেয়ে কেবল স্কুলমুখি হয়েছে।

তবে ফুলচাষে স্ত্রী নুশরাত জাহার লিপিও কম যান না। বাড়ির ছাদভর্তি ফুল-ফলের গাছ ও চারা। লিপি জানান, রাজশাহীর প্রতিটি ফুল ও বৃক্ষমেলায় এখান থেকে চারা নিয়ে যায়। পবা কৃষি অফিস বলেন, ” এই উপজেলায় ফুল চাষে সাফল্য পাওয়া গেছে। কৃষকদের ফুল চাষে উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের বীজ দিয়ে সহায়তা দেওয়া হয়।

অনেক সময় ফুলচাষে প্রয়োজনীয় যন্ত্রপাতিও দেয়া হয়। ফুল বিক্রির পর কৃষকেরা বীজও বিক্রি করে থাকেন। এমনকি তিন শতক জমি থেকে অন্তত ১০ হাজার টাকার চারা বীজ উৎপাদন করা সম্ভব হবে। অল্প জমিতে স্বল্প সময়ে এই ফুল চাষ করে অধিক উপার্জন করা সম্ভব।”

সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন




© All rights reserved © 2020 alokitobhorerbarta.com

Desing & Developed BY ThemesBazar.Com