March 15, 2025, 3:56 am
সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে ছোট ভাইয়ের ভোগ দখলীয় জমি তারকাটার বেড়া দিয়ে ঘিরে দিয়েছেন এ্যামেরিকা প্রবাশী এক সেজ ভাই। এনিয়ে উভয়ের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রভাবশালী বড় ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছেন না অসহায় ছোট ভাই।
ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোর উপজেলার মাদারীপুর গ্রামের জমির মাঠে। তবে, অসুস্থ থাকায় ছোট ভাইয়ের স্ত্রী কুসুমারা বিবি শনিবার দুপুরে ওই জমির উপরে দাড়িয়ে এর প্রতিকার চেয়ে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন তার অসহায়ত্বের কথা।
তিনি বলেন, তার স্বামীরা ৫ ভাই, এর মধ্যে সবার ছোট তার স্বামী মতিউর রহমান। মাদারীপুর মৌজার, ২৭ নং দাগের ৫ বিঘা জমি ২০ বছর আগে তারা ৫ ভাই মৌখিক ভাবে সাইড উল্লেখ করে নিজ নিজ দখলে রেখে বর্গা দিয়ে চাষাবাদ করছেন। এ্যামেরিকা প্রবাশী সেজ ভাই আহমেদ হোসেন সম্প্রতি দেশে এসে গত বৃহস্পতিবার তার ছোট ভাই মতিউর রহমানের বর্গা দেয়া (বর্তমানে সরিষা আবাদ রয়েছে) তার কাটার বেড়া দিয়ে ঘিরে দিতে থাকেন।
এসময় বর্গাচাষী বাধা নিষেধ করলে তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও মামলায় জড়ানোর হুমকি দিয়ে ঘিরে দেন।
সাংবাদিক সম্মেলন ছোট ভাইয়ের স্ত্রী কুসুমারা বিবি আরো বলেন, আমার ভাসুর আহম্মদ হোসেনকে এর কারন জিজ্ঞাসা করলে তাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। তিনি এর প্রতিকার চেয়ে বলেন, আমার স্বামী বর্তমানে খুবই অসুস্থ তাই এখানে আসতে পারেননি। তিনি বলেন, আমাদের এই জমিসহ বড় ভাসুর আনিসুর রহমানের একটি জায়গা ও মেজ ভাসুর আতাউরের জমিও দখলে নিতে একই ভাবে বেড়া দিয়েছিলেন যা উনারা সেই বেড়া খুলে ফেলেছেন। কিন্তু আমার স্বামী অসুস্থ থাকায় নিরুপাই ও অসহাত্ব বোধ করে তিনি তার বড় ভাসুরদের সাথে কথা বল্লে সব সত্য জানতে পারবেন বলে তাদের সাথে কথা বলার অনুরোধ করেন।
এবিষয়ে তার সবার বড় ভাসুর আনিসুর রহমানের সাথে কথা বলতে মাদারীপুর গ্রামে তার বাড়ি গিয়ে জানতে চাইলে সবার বড় ভাই আনিসুর রহমানের সাথে আহম্মদ হোসেনও একই বাড়ি থেকেই বেরিয়ে আসেন আহম্মদের সামনেই বড় ভাই আনিসুর রহমান বলেন, শুধু মতিউর না ক্ষমতার দাপট দেখিয়ে তার নিজেরসহ ৩ ভাইয়ের জমিতেই বেড়া দিয়েছে এই আহম্মদ হোসেন। সবার বড় ভাই আনিসুর রহমান বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি বাবা বেচে থাকা অবস্থায় আহম্মদ হোসেনসহ ভাগ বাটোয়ারা করে নিজ নিজ দখলে রেখে ভোগ করছেন।
সম্প্রতি এ্যামেরিকা থেকে এসে ক্ষমতার দাপটে আহম্মদ ভাইদের মধ্যে দ্বন্দ করছে। তিনি বলেন, আমার জমিতে দেয়া বেড়া আমি খুলে ফেলেছি, আতাউরের জমিতে দেয়া বেড়া আতাউর খুলে ফেলেছে মতিউরকেউ তার জমিতে দেয়া বেড়া খুলে ফেলতে হবে। এসময় আহম্মদ হোসেন বলেন, ভাগ বাটোয়ারা রেজিষ্ট্রি করা নাই, নতুন ভাবে আবার ভাগ করতে হবে জানিয়ে আরো বলেন আমি আমার পছন্দমত জমি নিবো।
আপনি এ্যামেরিকা যাওয়ার আগে এসব সম্পত্তি ভাগ বাটোয়ারা হয়েছে নাকি আপনি দেশে থাকা অবস্থায় এর উত্তরে তিনি বলেন, আমি তখন এ্যামেরিকা যায়নি এবং বাবাও বেচে ছিলেন জানিয়ে তিনি বলেন আমাকে পেছনে দেয়া হয়েছে আমি সামনে নিবো আপনারা বসে এর সমাধান করে দেন বলেও জানান তিনি।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com