March 15, 2025, 5:23 am
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল, শীতবস্ত্র বিতরণ ও ৩১ বিএনপি’র দফা বাস্তবায়ন উপলক্ষে কর্মী সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলের সদস্য ও সাবেক সামরিক সচিব বিগ্রেডিয়ার জেনারেল (অব) শরীফ উদ্দীনের অনুসারীদের হামলার শিকার হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল।
বিকেল চারটার দিকে আব্দুস সালাম শাওয়াল তার নিজ বাড়ী থেকে জিয়া ফাউন্ডেশনের সহকারী সচিব আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল সরকারকে সঙ্গে নিয়ে উপজেলার পিরিজ পুর হাইস্কুল মাঠের উদ্দেশ্যে প্রাইভেট কার যোগে রওনা দেন। তারা বারো মাইল এলাকায় পৌছলে -১০-১৫ জনের সংঘর্ষ একটি দল হাতে লোহার রোড নিয়ে হামলা চালায়। এসময় অন্যরা গাড়ীতে ইটপাটকেল মারতে থাকে এতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল মাথায়, গালে হাতে ও শরীরে আঘাত প্রাপ্ত হয়। এসময় প্রাইভেট কারটি কৌশলে পাশ কাটিয়ে আসতে সক্ষম হয়। পরে তারা প্রাথমিক চিকিৎসা নেন।
আব্দুস সালাম শাওয়াল অভিযোগ করেন, মনোনয়ন প্রত্যাশী সাবেক মন্ত্রীর ছোট ভাই ব্রিগেডিয়ার জেনারেল শরীফ উদ্দিন বারবার তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচীতে হামলা করছে। আজকের কর্মসূচীতে আমরা আসার সময় তার অনুসারীরা হামলা চালিয়েছে। আমি তার বিরুদ্ধে কেন্দ্র অভিযোগ করেছিলাম এই কারণেই হামলা হতে পারে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল সরকার বলেন, আজকের হামলাটি শরীফ গ্রুপের যুবদল নেতারা করেছে। এমন ভাবে বারবার হামলা ভালো কাজ নয় এই বিষয়ে কি করনীয় তা আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিবো বলে জানান।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com