February 14, 2025, 10:12 pm
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলার ৫ নং আউজপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য পলাশ উদ্দিন শাহর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে।
Md Mannan নামের একটি ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে প্রতিপক্ষরা বলে অভিযোগ করেন বিএনপি নেতা পলাশ উদ্দিন শাহ্। এমন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা জানান তিনি।
বৃহস্পতিবার গনমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে বিএনপি নেতা পলাশ উদ্দিন শাহ্ জানান, গত মঙ্গলবার এমডি মান্নান নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করে লিখা হয়েছে, বাগমারা হাটগাঙ্গোপাড়া বাজারের বিভিন্ন দোকান থেকে চাঁদা বাজি করা হচ্ছে বিএনপির নাম ভাঙ্গিয়ে। আমাকে ও হারুন রশিদ নামের এক ব্যক্তিকে জড়িয়ে এমন মিথ্যা অপপ্রচার করছে ওই ফেসবুক আইডি থেকে একটি চক্র।
এমন ঘটনার কোন প্রমান ও ভিত্তি নেই। চক্রান্ত মূলক ভাবে আমার রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করতে প্রতিপক্ষ একটি চক্র ফেক ফেসবুক আইডি থেকে এমন মিথ্যা অপপ্রচার করছে বলে দাবি করেন তিনি। এমন মিথ্যা অপপ্রচারের তিব্রু প্রতিবাদ জানান পলাশ।
সেই সাথে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে ওই ফেসবুক আইডির বিরুদ্ধে অভিযোগ করার প্রস্তুুতি নেয়া হচ্ছে বলেও জানান পলাশ।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com