February 14, 2025, 9:32 pm
নিজস্ব প্রতিনিধিঃ জনগনের মুখপাত্র বহুল পরিচিতি দৈনিক ভোরের দর্পণের ২৫ বছরে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় চারঘাট প্রেসক্লাব কার্যালয়ে দোয়া,আলোচনা ও কেক কাটার আয়োজন করা হয়। কেক কেটে দিনটি উৎযাপন করেন চারঘাট বাজারের তানিয়া হোমিও ফার্মেসী ও সমাজসেবক ডাক্তার এম এ হাকিম।
এসময়ে দৈনিক ভোরের দপর্ণের চারঘাট প্রতিনিধি ও চারঘাট প্রেসক্লাবের সহসভাপতি ময়েন উদ্দিন পিন্টুর সঞ্চালনায় দৈনিক ভোরের দর্পণের ২৫ বছরে পদার্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু (যায়য়ায়দিন),সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান (যুগান্তর),যুগ্ম সম্পাদক মাইনুল হক সান্টু( নতুন প্রভাত), সাংগঠনিক সম্পাদক ও উপজেলা শাখা বাংলাদেশ সাংবাদিক সংস্থার সভাপতি আতিকুর রহমান আশা (আমার দেশ), অর্থ সম্পাদক মিঠু রানা(কালবেলা), দপ্তর সম্পাদক কেএম জুবায়ের ইসলাম (আমার সংবাদ) প্রমুখ। তানিয়া হোমিও ফার্মেসী ও সমাজসেবক ডাক্তার এম এ হাকিম বলেন, এই পত্রিকাটির পেছনে নিরলসভাবে যারা কাজ করে যাচ্ছেন ও কর্মরত সকল সাংবাদিক কর্মীদের এবং বিভিন্ন কলা কুশলীদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com