February 14, 2025, 9:46 pm
এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধিঃ
গেলো ৪আগষ্ট কুমিল্লার তিতাসে বৈষম্যবিরোধী আন্দোলনে বাতাকান্দি বাজারে ছাত্র-জনতার ওপর ইটপাটকেল নিক্ষেপকারী সেই মহসিনকে ভিন্ন মামলায় আটক করেছে তিতাস থানা পুলিশ।আটক মহসিন মিয়া (৫৫) উপজেলার জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসিন্দা ও স্বৈরচার আ.লীগের অনুসারী বলে জানা গেছে।আটকের পর গত ২৬জানুয়ারী রবিবার আদালতে প্রেরণ করেছে বলে থানা পুলিশ নিশ্চিত করেন।স্থানীয় সূত্রে জানা যায়, মহাসিন ৪ আগস্টে ছাত্র-জনতার ওপর হামলা করেও থেমে নেই।
গত বৃহস্পতিবার বিকালে আ. লীগ নেতা ও জগতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমানের সাথে সংঘবদ্ধ হয়ে তিতাস উপজেলার জাসাসের আহ্বায়ক মো. সামির হোসেন ও তার মায়ের ওপর হামলা করে গুরুতর আহত করে। এ ঘটনায় সামির হোসেন বাদী হয়ে তিতাস থানায় একটি মামলা দায়ের করেন।এ বিষয়ে মামলার বাদী সামির হোসেন বলেন, মহাসিন মিয়া ৪ আগস্ট বাতাকান্দি বাজারে ছাত্র-জনতার ওপর হামলা করেও থেমে নেই। গ্রামের মানুষকে এখনোও ভয়ভীতি দেখায় এবং বৃহস্পতিবার বিকালে মজিব চেয়ারম্যানের সাথে সংঘবদ্ধ হয়ে অতর্কিত ভাবে আমার ওপর এবং মায়ের ওপর হামলা করে।
এ ঘটনায় আমি থানায় মামলা করেছি।তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ সাংবাদিকদের বলেন, বিএনপি নেতা সামির হোসেন ও তার মায়ের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।এর আগে এজাহার নামীয় দু’জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। এছাড়াও গ্রেফতারকৃত মহাসিন ৪আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা করেছে এমন একটি ভিডিও আমি দেখেছি।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com