February 14, 2025, 9:14 pm
স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীর তানোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার তানোর-মুন্ডুমালা সড়কের দেবীপুর পাঁচপির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহী মহানগরীর শিরোইল কলোনী এলাকার রফিকুল ইসলামের ছেলে ও ইউএস বাংলা এয়ারলাইন্সের রাজশাহীর সিনিয়র এক্সিকিউটিভ অফিসার জাহিদ আলম (৪৫) এবং নগরের শিরোইল এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে পলাশ (২৬)।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই জাহিদ আলমের মৃত্যু হয়েছে। আর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পলাশের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন তানোরের গোল্লাপাড়া এলাকার গোবিন্দর ছেলে ভূপেন (২৬) ও একই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে রিয়াজ (৩০)। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীপুরের পাঁচপির এলাকা দিয়ে মোটরসাইকেল করে তারা যাচ্ছিল। এ সময় একটি খড়বোঝাই গাড়ি ওভারটেক করার সময় বিপরীতমুখী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরোও একজনের মৃত্যু হয়। আর আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য।
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। দুজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com