February 14, 2025, 10:15 pm

নোটিশ :

জরুরি ভিত্তিতে সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

সর্বশেষ সংবাদ : :
তিতাসে জামায়াতে ইসলামীর ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু বিএনপির উদারতায় জামায়াত এদেশে রাজনীতির সুযোগ পাই: রাজশাহীতে রিজভী বসন্তের আমেজে মুখরিত রাবি প্রাঙ্গণ রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু   রাণীশংকৈলে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি  উদ্ধার গ্রেপ্তার -১ সরাইলে ৬৯ তম হরিনাম সংকীর্তনে হাজারো ভক্তের ঢল তিতাসের বিশিষ্ট শিল্পপতি নাজমুল হাসানের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হেলেন মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে নগদ ৭৫ হাজার টাকা প্রদান দুর্গাপুরের সাবেক পৌর মেয়র মিঠুসহ আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মী কারাগারে  রাজশাহীতে কারাবন্দী ব্যবসায়ীর ব্যাংক হিসাব থেকে ৩৭ লাখ টাকা গায়েব
মোহনপুরে সমন্বয়কের বাড়ির দেয়ালে ‘মরার জন্য প্রস্তুত হ’ পোস্টার সাঁটিয়ে হুমকি

মোহনপুরে সমন্বয়কের বাড়ির দেয়ালে ‘মরার জন্য প্রস্তুত হ’ পোস্টার সাঁটিয়ে হুমকি

মোহনপুর প্রতিনিধি :রাজশাহীর মোহনপুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কের কাজ করা একজন ছাত্রের বাড়ির মেইন গেটের ওয়ালে কম্পিউটার প্রিন্ট করা কাগজে অশ্লীল গালিগালাজ সহ প্রাণ নাশের হুমকির কথা লিখে কে বা কারা লাগিয়েছে। ঐ পেস্টারে ‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’, তোর কাফনের কাপড় আমাদের কাছে রেডি আছে। তোর কবরের কাছে দিয়ে আসবো। খুব তো আন্দোলনে সামনে ছিলি, এবার দেখবো তোর কেমন সাহস। তোকে কে বাঁচাবে? এরকম নানা কথা লিখে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা হুমকি দিয়ে এমন লেখা লিখে ঐ সমন্বয়কের বাড়ির দেয়ালে পোস্টারটি সাঁটিয়ে দেয়। এ নিয়ে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নম্বর-১১০২।

জানা গেছে, ওই ছাত্র সমন্বয়কের নাম মোস্তাকিম বিল্লাহ (২৭)। সে উপজেলার বাকশিমইল ইউনিয়নের পরিজুনপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি রাজশাহীর বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিলে বক্তব্য প্রদান করেন এবং এলাকায় সমন্বয়ক হিসেবেও তিনি কাজ করছেন।

বিষয়টি নিয়ে সাধারণ ডায়রি হওয়ার পরে সরজমিনে মোস্তাকিম বিল্লাহ সাথে কথা বললে তিনি হুমকি দেওয়া প্রিন্ট কাগজগুলোর বিষয়ে বলেন, ‘ঠিক আছে, আমিও মৃত্যুর জন্য প্রস্তুত। আমাকে দাবায়ে রাখতে পারবে না। দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত।
৫ আগস্টের আগে ও পরে জানামতে, উপজেলার কোনো আওয়ামী লীগ নেতার কোনো রকম ক্ষতি আমি করি নাই। আমার বাসার সামনে লিখে গেলে, ‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’। আরে ভাই, আমি তো অনেক আগে থেকেই প্রস্তুত হয়ে আছি মরার জন্য। মানুষ মাত্রই মরণশীল। মরতে একদিন হবেই। দেশের জন্য না হয় জীবন দিয়ে দেব।’ ভুক্তভোগী সহ এলাকাবাসীরা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, পুলিশ বিষয়টি নিয়ে নিজেদের মতো করে তদন্ত শুরু করেছে। এ হুমকির ঘটনায় থানার একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আদালতে এই ঘটনার তদন্তের জন্য অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলে তদন্ত শুরু হবে।

সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন




© All rights reserved © 2020 alokitobhorerbarta.com

Desing & Developed BY ThemesBazar.Com