February 14, 2025, 8:50 pm
নিজস্ব প্রতিবেদক :রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে তেলের পাম্পে বি.এস.টি.আই. এর অভিযানে সঠিক মাপ মিলেছে।
সোমবার (২০ জানুয়ারি) বিকালে কেশরহাটে পেট্রোল পাম্পে অভিযানে এসে তেল মাপ যাচাই করে সঠিক আছে বলে জানান বি.এস.টি.আই. এর পরীক্ষক আসিফ সাদিক।
সরেজমিনে, কেশরহাট বাজারে অভিযান কালে মেসার্স রহমান ফিলিং স্টেশনের ডিলার পদ্মা অয়েল কোং লিমিটেড এ উপস্থিত হয়ে প্রথমে অকটেন তেলের মাপ যাচাই করে সঠিক পাওয়া যায়। এরপর তারা ডিজেল তেলের মাপ যাচাই করেও সঠিক পায়।
এবিষয়ে বিএসটিআই এর পরীক্ষক আসিফ সাদিক বলেন, আমরা মেসার্স রহমান ফিলিং স্টেশনের স্বত্তাধিকারী মিজানুর রহমানের পদ্মা অয়েলের দুইটি মেশিন থেকে তেল নামিয়ে পরিক্ষা করে দেখেছি। তার তেলের মাপ সঠিক রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়দা সুলতানা, কৃষি অফিসার কামরুল ইসলাম, কেশরহাট ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা মাহাবুব উর রশিদসহ থানা পুলিশের সদস্যরা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেসার্স রহমান ফিলিং স্টেশনের স্বত্তাধিকারী মিজানুর রহমান মিজান বলেন, আমরা দীর্ঘ সময় ধরে এ অঞ্চলে চলাচলকারী প্রতিটি যানবাহনকে মাপে সঠিক ও নির্ভেজাল তেল প্রদান করে আসছি এবং আগামীতেও এর ধারাবাহিকতা রক্ষা করা হবে।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com