February 14, 2025, 9:33 pm
মাহাবুব আলম,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) এর সভাপতি দৈনিক কালের কন্ঠ পত্রিকার রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পীকে কালের কণ্ঠ পত্রিকা সেরা কর্মী নির্বাচিত করেছেন। তার এ কৃতিত্বে রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সফিকুল ইসলাম শিল্পিকে ফুলের তোড়াসহ সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।প্রেসক্লাব সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাবেক সভাপতি ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদস্য প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি মাহাবুব আলম, সদস্য আবু জাফর, মাসুদ রানা লেমন, খালেদ মাহমুদ সুজন ও অন্যরা। তারা সভাপতি সফিকুল ইসলাম শিল্পীকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন।
প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি ঢাকার বসুন্ধরায় কালের কণ্ঠ কার্যালয়ে সারা দেশের ১৪ জন সাংবাদিককে পত্রিকার ১৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে সাংবাদিক সফিকুল ইসলাম শিল্পীর হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের ডিএমডি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী এবং কালের কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক হায়দার আলী।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com