January 16, 2025, 1:58 am
আরিফুল হক রুবেল পুঠিয়া উপজেলা, রাজশাহীঃ
রাজশাহীর পুঠিয়ায় মামলায় ৬ মাসের স্বশ্রম কারাদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ অপরাপর চারজনকে গ্রেফতারের পর পাঁচজনকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনের
নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) সাইয়ুম পারভেজ, উপ-পরিদর্শক আমিরুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক সেলিম রেজা, সহকারী উপ-পরিদর্শক রবিউল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক এমএম ইমতিয়াজ ওসসহকারী উপ-পরিদর্শক জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ৯ জানুয়ারী (বৃহস্পতিবার) দিনগত রাতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। শুক্রবার বিজ্ঞ আদালতে আসামিদের সোপর্দ করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী কান্দ্রা এলাকার মৃত. ইউনুস মোল্লার ছেলে আসাদুল ইসলাম, ওয়ারেন্ট ভুক্ত আসামী রঘুরামপুর এলাকার ইয়ামিন আলীর ছেলে আলাল, একই এলাকার মৃত. সোহান আলীর ছেলে আবেদ আলী, দীঘলকান্দি এলাকার মৃত লোকমান আলী ছেলে কাউসার ও পুঠিয়া থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত আসামী উপজেলা ধোপাপাড়া এলাকার মৃত. আব্দুল রশিদের ছেলে মিলন আলী।
বিষয়টি নিশ্চিত করে ওসি কবির হোসেন জানান, পুঠিয়া থানায় প্রাপ্ত ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে বিজ্ঞ আদালতে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত উপরোল্লিখিত আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।#
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com