January 16, 2025, 3:03 am

নোটিশ :

জরুরি ভিত্তিতে সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

সর্বশেষ সংবাদ : :
বাগমারায় হজে পাঠানোর নামে নেওয়া অর্থ লোপাট

বাগমারায় হজে পাঠানোর নামে নেওয়া অর্থ লোপাট

স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর বাগমারা উপজেলার আঃ হাকিম শেখ নামের এক ব্যক্তির বিরুদ্ধে হজে পাঠানোর নামে নেওয়া অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী তাঁর বিরুদ্ধে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন। এ অবস্থায় ভুক্তভোগী হজ পালন করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আঃ হাকিম শেখ উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।

অভিযোগ সুত্রে ও ভুক্তভোগীদের অভিযোগ থেকে জানা গেছে,গোবিন্দপাড়া ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে রফিকুল ইসলাম কে একই ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত মছির শেখ এর ছেলে আঃ হাকিম শেখ হজে নিয়ে যাওয়ার জন্য কম খরচ সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে সেই মোতাবেক বাদীর নিকট থেকে ৪ লক্ষ ২৫ হাজার টাকা,পাসপোট,ভিসা নেন। টাকা নেওয়ার সময় বিবাদী তার নিজ নামীয় একটি স্বাক্ষরিত ইসলামী ব্যাংক,ভবানীগঞ্জ শাখার চেক বাদীর নিকট প্রদান করেন।যার হিসাব নং ৭০৯,চেক নং ৫৩৫৩০০৪। গত ২০২৪সালে হজে নিয়ে যেতে ব্যার্থ হন বিবাদী আঃ হাকিম শেখ। হজে পাঠাতে ব্যর্থ হলেও রফিকুল ইসলামকে কোন টাকা, পাসপোট, ভিসা ফেরত না দিয়ে বরং তাকেই নানা ভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করছেন।

আব্দুল হাকিম ‘মেসার্স আবু সিয়াম”,হজ্ব কাফেলা-এর পরিচয়ে বাগমারা,মান্দা সহ বিভিন্ন এলাকার মানুষকে হজে নিয়ে যাওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে টাকা সংগ্রহ করে আসছেন। গত বছর হজে পাঠানোর কথা বলে টাকা আদায় করা হলেও হজে যাওয়ার তালিকায় তাদের অনেকেরই নাম নেই।

এলাকা সুত্রে জানা যায় দীর্ঘ দিন থেকে আঃ হাকিম হজে লোক পাঠানোর নামে প্রতারণা করে যাচ্ছেন।এমনকি অনিয়ম-দুর্নীতির কারণে বেশ কয়েকবার লাঞ্ছিতও হয়েছেন।

এবিষয়ে ভুক্তভুগি আঃ কুদ্দুস,মোজাহারুল হান্নান,হায়দার আলী,সাইফুল ইসলাম,আঃ গফুর সহ প্রায় ১০-১৫জন বলেন তাদেরকে হজ্বে পাঠানোর নাম করে টাকা, ভিসা,পাসপোট জমা নিয়ে কিছুই ফেরত দিচ্ছে না আঃ হাকিম।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি বলেন আঃ হাকিম হাজীর বিরুদ্ধে অভিযোগ সবসময় আমাদের কাছে আসেই,আমি নিজেও তাকে একাধিক বার ভালো হতে বলেছি।লোকটা আসলেই খারাপ প্রকৃতির।অনেক লোকের জীবন ধ্বংস করে দিয়েছে।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা দরকার।

অভিযুক্ত আঃ হাকিম শেখ এর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই।

এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুল ইসলাম পুলিশকে অবগত করার জন্য পরামর্শ দেন।

সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন




© All rights reserved © 2020 alokitobhorerbarta.com

Desing & Developed BY ThemesBazar.Com