January 16, 2025, 3:12 am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত (৩ জানুয়ারি) রাজশাহী জেলার মোহনপুর সইপাড়া হতে রাত সাড়ে ১০ টার দিকে দুইজন মাদককারবারিকে ১০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম। গ্রেফতারকৃতরা হলেন মোঃ রুবেল রানা (২৮) ও মোঃ তমিজ উদ্দিন (৩৫)। মোঃ রুবেল রানা মোহনপুর সইপাড়া গ্রামের মৃত ইদ্রিস প্রামানিকের ছেলে এবং মোঃ তমিজ উদ্দিন একই থানার ভাতুরিয়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
বিজ্ঞপ্তিতে আরো জানান, রাজশাহী জেলার ডিবি’র এসআই মাহাবুব আলম ফোর্সসহ গত ৩ জানুয়ারি রাতে মোহনপুর কেশরহাট বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মোহনপুর সইপাড়া গ্রামের আঃ কুদ্দুস-এর পানের বরজের ভিতরে দক্ষিণ-পশ্চিম কোণে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।
এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই মাহবুব আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ দুই জনকে আটক করে এবং অভিযুক্ত মোঃ রুবেল রানাকে আটক করে তার দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান পার্শ্বের কোঁচর হতে একটি সাদা রঙের স্বচ্ছ পলিথিন দ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট এবং একইভাবে মোঃ তমিজ উদ্দিনের দেহ তল্লাশি করে তার নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট-সহ তাদেরকে গ্রেফতার করে। প্রসঙ্গত উল্লেখ্য, মোঃ তমিজ উদ্দিনের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com