January 16, 2025, 1:37 am
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর,
চেঙ্গাতলি,বাঘাইরামপুর ৭,৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত
বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর ডক্টর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এই তিনটি ওয়ার্ডের বিএনপি কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় কয়েক শাতাধিক মহিলা নিয়ে সভাকে সফল করার লক্ষে অংশ গ্রহণ করেন সংশ্লিষ্ট ইউনিয়নের ৭,৮ ও ৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রোজিনা আক্তার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো. মাহবুব আলম সরকার।জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ছাদির মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাইমুল ইসলাম আখন্দের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও জিয়ারকান্দি ইউনিয়নের সাবেক দুই বারের নির্বাচিত সফল চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ,
জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মনিরুল হক মনু মেম্বার,উপজেলা বিএনপির অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মাজহারুল ইসলাম সরকার,বৃহত্তর নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির দুর্দিনের কান্ডারী মো.হাফিজ উদ্দিন,উপজেলা বিএনপির সদস্য মো.সেলিম মোল্লা ,মকবুল হোসেন সরকার,বিএনপি নেতা কবির হোসেন,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.ফারুক হোসেন ভূঁইয়া,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো.নজরুল ইসলাম সরকার, যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল খায়ের সরকার,
জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো.জামাল উদ্দিন প্রধান,সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খান,সাবেক সাংগঠনিক সম্পাদক ও সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সদস্য মো.আলী হোসেন ভেন্ডার,উপজেলা কৃষক দলের সদস্য-সচিব মো. দেলোয়ার হোসেন মেম্বার,
উপজেলা জাসাসের সদস্য-সচিব মো.দেলোয়ার হোসেন প্রধান,ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাইদ সরকার,উপজেলা ছাত্রদলের সভাপতি ফাহিম সরকার,কারা নির্যাতিত নেতা পল্লি চিকিৎসক মনির আখন্দ,মালয়েশিয়ান প্রবাসী বিএনপি নেতা সফিকুল ইসলাম,শ্রমিকদল নেতা আল আমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com