January 16, 2025, 1:29 am

নোটিশ :

জরুরি ভিত্তিতে সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

সর্বশেষ সংবাদ : :
চারঘাট জাতীয় সমাজসবা দিবস উপলক্ষ্য কল্যাণরাষ্ট্র বিষয় মুক্ত আডডা অনুষ্ঠান

চারঘাট জাতীয় সমাজসবা দিবস উপলক্ষ্য কল্যাণরাষ্ট্র বিষয় মুক্ত আডডা অনুষ্ঠান

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
’নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্য কল্যাণরাষ্ট্র বিষয় মুক্ত আডডা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়াজনে বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ সম্মলন কক্ষে কল্যাণরাষ্ট্র বিষয় মুক্ত আডডা অনুষ্ঠিত হয়।
জাতীয় সমাজসবা দিবস উপলক্ষ্য কল্যাণরাষ্ট্র বিষয় মুক্ত আডডা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান । এসময় অন্যাদের মধ্যে বক্তব্য দেন উপজলা যুব উনয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, উপজলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকশলী মেহদী হাসান, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম,চারঘাট বাংলাদশ সাংবাদিক সংস্থার সভাপতি আতিকুর রহমান আশাসহ বিভিন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধি সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন




© All rights reserved © 2020 alokitobhorerbarta.com

Desing & Developed BY ThemesBazar.Com