January 16, 2025, 12:54 am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর জেলা ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ১০২ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গত (৩১ ডিসেম্বর) চারঘাট পিরোজপুর গ্রাম হতে বিকেলে দুইজন মাদককারবারিকে ৫০ বোতল ফেন্সিডিলসহ এবং বাঘা আশরাফপুর গ্রাম হতে রাত ১১ টার দিকে একজন মাদককারবারিকে ৫২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।
গ্রেফতারকৃতরা হলেন, অভিযুক্ত মিজানুর রহমান মানিক (৪৫), ২। মোসাঃ বেলী বেগম (৪০) ও ৩। মোঃ শাকিল আলী (২৩)। মোঃ মিজানুর রহমান মানিক চারঘাট থানার চন্দনশহর গ্রামের আব্দুল হাকিমের ছেলে, মোসাঃ বেলী বেগম একই থানার পিরোজপুর গ্রামের আবু বাক্কারের স্ত্রী এবং মোঃ শাকিল আলী বাঘা থানার পলাশী ফতেপুর (খানপুর নিচপাড়া) গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
বিজ্ঞপ্তিতে আরো জানান, রাজশাহী জেলার ডিবি’র এসআই ইনামুল ইসলাম ও ফোর্সসহ গত (৩১ ডিসেম্বর) রাজশাহী জেলার চারঘাট পিরোজপুর গ্রামস্থ অভিযুক্ত মোসাঃ বেলী বেগমের বসত বাড়ির উঠানে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিজেদের হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করার সময় অভিযুক্ত মোঃ মিজানুর রহমান মানিক ও মোসাঃ বেলী বেগমকে ৫০ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে গ্রেফতার করে।
অপরদিকে, রাজশাহী জেলার ডিবি’র এসআই দাউদুজ্জামান আকাশ ও ফোর্সসহ (৩১ ডিসেম্বর) রাজশাহী জেলার বাঘা থানার আশরাফপুর গ্রামের জনৈক আলহাজ জাহাঙ্গীর আলম, পিতা-মৃত আনছার আলীর বসত বাড়ির সামনে পাকা রাস্তার সম্মুখ হতে রাতে অভিযুক্ত মোঃ শাকিল আলীকে অবৈধ মাদকদ্রব্য ৫২ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে গ্রেফতার করে।
প্রসঙ্গত উল্লেখ্য, অপর দুইজন সহযোগী মাদকব্যবসায়ী অভিযুক্ত ১। মোঃ ইমন আলী (২৮), পিতা-গোলাম মোস্তাফা, সাং-ক্ষুদি ছয়ঘটি ও ২। মোঃ হাবিবুর রহমান (২৪), পিতা-মৃত ইউনুস মন্ডল, সাং-পলাশী ফতেপুর (খানপুর নিচপাড়া), উভয় থানা-বাঘা, জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট ও বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ দুইটি মামলা রুজু হয়েছে।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com