January 16, 2025, 2:57 am

নোটিশ :

জরুরি ভিত্তিতে সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

সর্বশেষ সংবাদ : :
রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে হত্যা চেষ্টা, আটক-১

রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে হত্যা চেষ্টা, আটক-১

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর মতিহার থানার ধরমপুরে পৈত্রিক সম্পত্তি’র বিরোধে আরাফাত রহমান তিতু (২৬) ও তাঁর পিতা আব্বাস আলী (৬৫) গুরুতর জখম হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। জমি সংক্রান্ত জেরে পূর্ব পরিকল্পিতভাবে একই এলাকার ছইমুদ্দিনের ছেলে আনোয়ার (৬০) ও শফিকুল ইসলাম (৫০) এবং তাদের সন্তান তিতাস ও অনিকসহ অজ্ঞাতনামা কয়েকজনকে নিয়ে উক্ত ব্যক্তিদের উপর হামলা চালায়। হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তিতু ও আব্বাসকে গুরুতর জখম করেন তারা। এ ঘটনায় মতিহার থানায় ইয়াসমিন আক্তার বাদি হয়ে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। (মতিহার থানা মামলা নং ১১/২৩৭)
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭/১২/২৪ ইং তারিখ রাত সাড়ে ৭ ঘটিকায় বিনোদনপুর বাজার সংলগ্ন পোস্ট অফিসের বামপাশে বাদীর বাবার দোকানের কাছে পাকা রাস্তার উপর থেকে বিবাদীগণ বাদীকে লক্ষ্য করে অকথ্যভাষায় গালাগালি করতে থাকেন। এ সময় বাদি’র ছেলে ও স্বামী গালাগালি করতে নিষেধ করতে গেলে বিবাদী অনিক ও তিতাস চাইনিজ কুড়াল দিয়ে আরাফাতের মাথায় আঘাত করেন। আরাফাতকে বাঁচাতে বাদি ইয়াসমিন ও তাঁর স্বামী আব্বাস আলী এগিয়ে আসলে তাঁদেরকেও মারধর করেন। এ সময় বাদির শ্লীলতাহানি করেন তারা৷ এ ঘটনায় ইয়াসমিন আক্তার বাদি হয়ে মতিহার থানায় মামলা করে পুলিশ ১ নং আসামী আনোয়ারকে আটক করেন। পরে আটক আনোয়ারকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।

 

 

 

এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক আটকের বিষয় নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত জেরে এক নারীর শ্লীলতাহানি ও দুজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আসামীরা দুজনকে গুরুতর জখম করেন। এ ঘটনায় মামলা হলে থানা পুলিশ আনোয়ার নামে একজনকে আটক করেন। আটক আনোয়ারকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন




© All rights reserved © 2020 alokitobhorerbarta.com

Desing & Developed BY ThemesBazar.Com