January 16, 2025, 1:20 am
তিতাস( কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকাল ৩টার দিকে ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী বারেক মাষ্টারের বাড়ী সংলগ্ন এলাকার বালুর মাঠে সংশ্লিষ্ট ইউনিয়নের ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপি’র কমিটি গঠন উপলক্ষে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।ভিটিকান্দি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মো. ফরিদ সরকারের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো.মাজারুল হক মাহফুজ ভূইয়া।ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম খোকার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম- আহবায়ক আবুল কাশেম সরকার,
ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ইউপির সাবেক চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো. মানিক মিয়া, ভিটিকান্দি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো.যুবরাজ হোসেন রাসেলসহ ভিটিকান্দি ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।সভায় ভিটিকান্দি ইউনিয়নের ৩ ও ৪নং ওয়ার্ডে বিএনপির আহবায়ক পদ-,পার্থী হয়েছেন ৬জন ও সদস্য সচিব পদ-পার্থী হয়েছেন ৫জন।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com