January 16, 2025, 2:13 am
এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে অসহায় ও গরীব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উত্তর আকালিয়া সত্যের আলো সমাজসেবা সংগঠনের আয়োজনে গত শুক্রবার বিকেলে উত্তর আকালিয়া পশ্চিম পাড়া জামে মসজিদ মাঠে এলাকার অসহায় ও গরীব মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।তিতাস উপজেলার উত্তর আকালিয়া সত্যের আলো সমাজসেবা সংগঠনের সভাপতি মো.আবুল কাসেম মুন্সির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.সাইফুল ইসলাম মুন্সির পরিচালনায় এই শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো.বশির আহমেদ মুন্সি,আবুল কাসেম সওদাগর, আবুল কাসেম সরকার,আবদুল হক মেম্বার,মিজানুর রহমান, হারুনুর রশিদ, তুহিন আহমেদ,মফিজুল ইসলাম বশির, মোস্তফা কামাল,মো.নয়ন সরকার, সুমন ব্যাপারী,শাকিল আহমেদ,সজিব মুন্সি, ইমরান ভূইয়া,মানিক মিয়া,আলী আকবর মুন্সিসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com