January 16, 2025, 2:44 am
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর জামায়াতের সেক্রেটারী মোকারম হোসেনের বাবা প্রবীন ব্যক্তি আলহাজ্ব মাখলুকার রহমান (১০৩) গতকাল বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২ টায় বার্ধক্যজনিত কারণে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ৭ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ২ টা ৩০ মিনিটে মরহুমের জানাযা নামাজ পৌর শহরের কেন্দ্রীয় হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের কনিষ্ঠ ছেলে মোকারম হোসেন জানাযা নামাজ পড়ান। জানাযা নামাজে উপজেলার বিভিন্ন সামাজিক রাজনৈতিক- সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, আলেম, হাজ্বী, শিক্ষক ও গণমাধ্যম কর্মীসহ হাজারো মুসল্লী উপস্থিত ছিলেন।
জীবদ্দশায় তিনি একজন ধার্মিক,সফল পিতা এবং সমাজসেবক হিসাবে ছিলেন এলাকার সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা ছিলেন। অনেক ধর্মীয় প্রতিষ্ঠানে ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন কাজ সম্পন্ন করা হয়।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com