January 16, 2025, 2:09 am
এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাকে তার মজুরী দিয়ে দাও” এই স্লোগানকে সামনে রেখে উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াত ইসলাম শ্রমজীবী মানুষের কল্যাণে অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন করতে চায়।গতকাল শুক্রবার সকালে উপজেলার কড়িকান্দি বাজারস্থ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় কার্যকরী পরিষদ সদস্য ও সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা উত্তর জেলার অধ্যাপক গিয়াস উদ্দিন।এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন তিতাস উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতে ইসলামী আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা উত্তর জেলা সহ-সাংগঠনিক সম্পাদক ও তিতাস উপজেলা সভাপতি মো.মোশারফ হোসেন মুন্সীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মো.মোশারফ হোসেন,তিতাস উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মোহাম্মদ সালাউদ্দিন সরকার,উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন, মো.বিল্লাল হোসেন মোল্লা,মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর,ইঞ্জিনিয়ার আনিসুর রহমান,তিতাস উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো.ইব্রাহিম খলিল প্রমুখ।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com