January 16, 2025, 12:46 am
মাহাবুব আলম,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা জিতেন্দ্র চন্দ্র রায় (৭২) বার্ধক্যজনিত কারণে ভন্ডগ্রাম নিজ বাড়িতে সকালে পরলোকগমন করেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে তাঁর নিজ বাড়ির উঠানে রাষ্ট্রীয় মর্যাদার পর লক্ষীথান শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী ২ ছেলে এবং ২ মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান,থানা পুলিশের প্রতিনিধি এসআই সেকেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, বিদেশি চন্দ্র রায়, হাবিবুর রহমান সহ এলাকার ব্যক্তিবর্গ ও সুশিল সমাজ। তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com